
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে শপথ গ্রহণ করা হয়।
অদ্য ১২ জুন ২০২৪ (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনাতায়নে, দ্বিতীয় ধাপে ১৪ টি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪২ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শওকত আলীর উপস্থিতিতে সকলকে শপথ পাঠ করানো হয়। এছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পিরোজপুর কাউখালী উপজেলায় দ্বিতীয়বারের ন্যায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া (মনু) সহ ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন ও ফাতেমা ইয়াসমিন (পপি) শপথ গ্রহণ করেন।
গত ২১শে মে মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলায় ৩৩ টি ভোট কেন্দ্রে তালিকাভুক্ত মোট ৬৩৪৬১ জন ভোটারের মধ্যে, ১ম বার ইভিএম পদ্ধতিতে দেয় উপস্থিত ভোটে ঘোড়া মার্কা নিয়ে আবু সাঈদ মিয়া (মনু) উপজেলা চেয়ারম্যান- ১১৭২৭ ভোট, মৃদুল আহমেদ সুমন উপজেলা ভাইস চেয়ারম্যান-১০৪১০ ভোট, ফাতেমা ইয়াসমিন (পপি) মহিলা ভাইস চেয়ারম্যান-১৪৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উক্ত অনুষ্ঠানে আবু সাঈদ মিয়া (মনু) কাউখালী উপজেলার ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, ৫নং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, ২ নং আমরাজুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ৩নং ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন সহ ইউপি সদস্য,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুই শতাধিক সমর্থক নিয়ে বরিশাল শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন।










