ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর কবরস্থানের পাশ থেকে জিসান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) বিকেলে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার এ তথ্য নিশ্চিত করেন। রোববার বিকেলে নিখোঁজ হয় শিশু জিসান।
নিহতের বাবার নাম জুয়েল হোসেন, তার গ্রামের বাড়ি উপজেলার চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামে। কাজের সূত্রে তারা কালামপুরের একটি বাসায় ভাড়া থাকেন।
পুলিশ জানিয়েছে, বিকেল কালামপুর বাসস্ট্যান্ড কবরস্থান পাশে শিশু জিসান নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিসানের মরদেহ উদ্ধার করে।
এসআই সুজন বলেন, জিসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, একটি রুপার চেইনের জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন পুলিশ।