কক্সবাজার চকরিয়া উপজেলার মছনিয়াকাটা পাকা সড়কের উপরে তল্লাশী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ৩০ লিটার মদ ও একটি পুরাতন অটো রিক্সা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) দুপুরে বড়ইতলী মছনিয়াকাটা থেকে তাহাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন পেকুয়া উপজেলার পশ্চিম জালিয়াকাটা এলাকার জসিম উদ্দীনের ছেলে নেজাম উদ্দিন (২৬)ও বড়ইতলী ইউনিয়নে হাফানিয়া কাটা এলাকার আব্দুল জব্বারের ছেলে ইমাম হোসেন (৩৮)। পুলিশ সূত্র জানায়, আটক ২ জন দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার চকরিয়া থানাধীন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ সাহেবের নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ মহসিন চৌধুরী, এএসআই(নিঃ) মোঃ সোলায়মান খান সংগীয় ফোর্স সহ চকরিয়া থানাধীন বড়ইতলী ইউনিয়নের মছনিয়াকাটা রেল ক্রসিং সংলগ্ন পূর্ব পাশে পাকা সড়কের উপর তল্লাশী অভিযান পরিচালনা করে ৩০ লিটার দেশিয় তৈরী চোলাই মদ ও একটি পুরাতন অটো রিক্সাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ সাহেব বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে