টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল মাদকসহ ২ জন আটক; পলাতক ৩ জন
Spread the love

টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবাও১৭.৫ কেজি গাজা সহ আটক ২ পলাতক ৩

কক্সবাজারের টেকনাফে র‍্যাব ১৫ এর পৃথক আভিযানিক দলের  অভিযানে  ৫০ হাজার ইয়াবা ও ১৭.৫ কেজি গাজা সহ ২ মাদক কারবারী কে আটক করতে সক্ষম হয়েছে।
১০ জুন দুপুর ১২ টা ৫০ ঘটিকার সময়  টেকনাফ সাব্রাং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে  শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার নুর আহমদ প্রকাশ বলির ছেলে  শাব্বির আহমদ(৩৭) কে ৫০ হাজার ইয়াবা ট্যাবলের সহ আটক করে। এসময় আরো ৩ জন মাদক কারবারী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দিক বিদিক পালিয়ে যায় বলে র‍্যাব জানায়।

অপর এক অভিযানে একইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে র‍্যাব ১৫ এর চৌকস আভিযানিক দলের সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শিলবনিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিল বনিয়া পাড়ার বাসিন্দা  মৃত,ফয়েজ আহমদের ছেলে মোঃ ফায়সাল ( ৩০) কে ১৭.৫ কেজি গাজা সহ আটক আটক করতে সক্ষম হয়।
আটককৃত ও পলাতক ব্যক্তিের বিরুদ্ধের টেকনাফ মডেল থানায় আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব ১৫ এর ল এন্ড মিডিয়া উইয়িং কমান্ডার আবুসালাম চৌধুরীর পৃথকপ্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত  করেছেন।#####

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31