
আজ ১০ জুন সোমবার বরিশালের হিজলায় দারুল উলূম মাহমুদিয়া মাদ্রাসার হিফয বিভাগের ছাত্রদের সবক প্রদান ও নূরানী বিভাগের ছাত্রদের ১ম সাময়িক পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হিজলা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আলতাফ মাহমুদ দিপু ৷
তিনি বলেন প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা প্রত্যেকটা শিশুর জন্য প্রয়োজন, আমি নিজেও ছোটবেলায় মক্তবে গিয়েছি। নিজে মুসলিম এবং মুসলমানদের কালচার নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। তাই ধর্মের প্রতি আমি অনেকটাই দুর্বল। আমি সর্বদাই ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসার পাশে ছিলাম, এখনও আছি, এবং ভবিষ্যতেও থাকবো। এ সমস্ত দীনি প্রতিষ্ঠানের সাহায্য ও সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করব।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে আলেম সমাজ, আমিও আলেমদের পাশে থাকতে চাই। প্রধান অতিথির আলোচনা শেষে অত্র মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসা,শামসুন্নাহার মহিলা মাদ্রাসা ও লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন খান।
তিনি তার বক্তব্যে মাদ্রাসা শিক্ষার উপকারিতা করণীয় বর্জনীয় সহ বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এবং হেফজ ছাত্রদের সবক প্রধান সহ দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এতে আরো উপস্থিত ছিলেন হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ লতিফ খান। হিজলা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম রায়হান,আবদুল জব্বার মেহমান কওমী মাদ্রাসার মোহতামিম মুফতী হাবিবুল্লাহ । গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মোঃ আবুল কালাম বেপারী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মোঃ আহমদ আলী,তার চেষ্টা মেহনত ও দক্ষতায় ২০২৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও শিক্ষার মান ও সুনাম রয়েছে এলাকা জুড়ে। এলাকার মানুষও শিক্ষা প্রতিষ্ঠানের উপর সন্তুষ্ট।
এখানে শিক্ষার্থীদের সংখ্যা বর্তমানে ৯০ জন। শিক্ষক রয়েছে ৬ জন। এতিমখানা ও লিল্লাহ বোডিং ও রয়েছে অত্র প্রতিষ্ঠানে। মাদ্রাসা পরিচালক জানান, বর্তমানে নূরানী বিভাগে ৩য় শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান,পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। হিফজ ও নাজেরা বিভাগে রয়েছে ২০ জন শিক্ষার্থী। মাদ্রাসাটির ঠিকানা, হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের, মাসকাটা গ্রামে অবস্থিত ৷
অনুষ্ঠান শেষে আগত মেহমানদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এবং বেশ সফলভাবেই অনুষ্ঠানটি সমাপ্ত হয়।










