চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামী গ্রেফতার হয়েছেন। গত শুক্রবার দিনগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী গোপালপুর গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে বিশু মন্ডল, নুরুল ইসলামের ছেলে বকতিয়ার উদ্দিন, মৃত. জালাল উদ্দীনের ছেলে মোজাম্মেল হক ওরফে হাকাজ্জেল, ছুটিপুর গ্রামের মৃত. ছামছদ্দিনের ছেলে শুকুর আলী, মৃত. ইউনুস আলীর ছেলে গোলাম হোসেন ওরফে খোকন, বড়দুধপাতিলা গ্রামের খালিদ হোসেনের ছেলে জিহাদ হোসেন ও হানিফের ছেলে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা থানা চুয়াডাঙ্গা