
ঝিনাইদহে শৈলকুপা থানায় আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ২৫
আসামী গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগ উঠেছে গ্রেফতারকৃত আসামীর অনুসারীদের বিরুদ্ধে। থানায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়। রোববার বিকালে শৈলকুপা থানায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেফতার করে আনে পুলিশ। গ্রেফতারের পর শত শত লোকজন থানা ঘেরাও করে। তারা থানায় ইট পাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধাঘন্টা ধরে চলে হামলা পালটা হামলা। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইমরান জাকারিয়া বলেন ১০ মিনিটের এ হামলা ঘটনায় অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আটক করা হয়েছে দুজনকে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।










