চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় কমানো কে কেন্দ্র করে ইমামকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে একই গ্রামের দেলোয়ার ও গোলবার এর দুই ভাই বিরুদ্ধে।
জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের বাইতুল নূর জামে মসজিদে ৯ জুন রবিবার ফজরের নামাজ আদায়ের নির্ধারিত সময় কমানোকে কেন্দ্র করে ওই মসজিদের মোয়াজ্জেম মোঃ ইউনুস আলী (বকুল) কে একই গ্রামে মৃত : ইসহাকের ছেলে দেলোয়ার ও গোলবার দুই ভাই মিলে ফজরের নামাজের সালাম আদায় অবস্থায় মসজিদের ভিতর অতর্কিত ভাবে হামলা চালায়। এ হামলায় তিনি গুরুতর জখম হন। গুরুতর জখম অবস্থায় মুসুল্লীরা উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদিতে ভর্তি করেন।
এদিকে জানা যায়, মসজিদের মোয়াজ্জেম মোঃ ইউনুস আলী (বকুল) একই মসজিদে দীর্ঘ ১৭ বছর মোয়াজ্জেম ও পেস ইমাম হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
মসজিদের মোয়াজ্জেম মোঃ ইউনুস আলী (বকুল) বলেন আমি দুই দিন আগেই মসজিদে মুসল্লী ও মসজিদ কমিটি নিয়ে ফজরের নামাজের সময় পাঁচ মিনিট কমানো হয়েছে।
তারই প্রেক্ষাপটে নির্ধারিত সময়ে আমি মসজিদের নামাজের ইমামতি করি, নামাজের শেষে সালাম ফেরানোর সময় দেলোয়ার ও গোলবার এসে বলে আমাকে তুই কেন নামাজের সময় কমালে তাই বলেই আমাকে মুসল্লিদের সামনে বেধড়ক মারধর করে। এদিকে গোলবার ও দেলোয়ারের কাছে জানতে চাইলে তারা বলেন আমি মসজিদে এসে দেখি নামাজ শেষ হয়ে গেছে আমি জানতে চাইলাম পাঁচ মিনিট আগেই কেন নামাজ পড়ানো হয়েছে তিনি আমাকে বলে তুই নামাজ পড়লি পর না পড়লে মসজিদ থেকে বেরিয়ে যা, এই কথায় তর্ক বিতর্ক শুরু হয় মোয়াজ্জেম আমার গায়ে হাত তোলে তারপরে হাতাহাতি হয়।
স্থানীয় মুসল্লিরা বলেন তারা আওয়ামীলীগের নেতা তাদের বিরুদ্ধে কিছু বললেই আমাদের সমস্যা, ইমাম সাহেবকে এভাবে মারধর করা ঠিক হয়নি। এর একটা সুস্থ বিচার হওয়ার দরকার।আরেকজন মুসল্লি বলেন তারা প্রভাবশালী হাওয়াই তাদের উপরে কেউ কথা বলতে সাহস পায় না তারা এর আগেও মসজিদের দায়িত্বে ছিল এখন তারা দায়িত্বে নেই যার কারণেই এমনটা হতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন আমাদের কাছে মসজিদে মারামারি কেন্দ্র করে একজন ভর্তি হয়েছিল তার মাজার কাছে মারধরের জখম ছিল প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন আমাদের কাছে এই ধরনের কোন অভিযোগ নেই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।