
পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর ৩নং কাউখালী সদর ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।৯জুন রবিবার সকাল ১০ ঘটিকার সময় সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উদ্ভোধনী খেলার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে রং উদ্ভোধন করেন ৩নং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন কাউখালী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। তিনি বলেন-স্কুলের লেখাপড়ার পাশাপাশি মেধাবিকাশে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা খুবই গুরুত্বপূর্ণ। একজন ভালো খেলোয়াড় দেশের সম্মান বয়ে আনতে পারে। তাই নতুন প্রজন্মকে উৎসাহ উদ্দীপনা দেয়ার জন্য প্রতিষ্ঠানসহ অভিভাবকদের এগিয়ে আসা উচিত।অনুষ্ঠানটি পরিচালনা করেন লিটন কৃষ্ণ কর, হান্নান খান,সোহেল তালুকদার, রাজিব হোসেন,লুৎফল হক ও রফিকুর রহমান।উদ্বোধনী প্রাথমিক খেলায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দাশেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরজিত করে।