গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ আল- আমিন হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী, পরিবার ও এলাকাবাসী।
শনিবার সকালে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অপরাধীদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেন। এসময় নিহতেরবাবা, দাদা,নানী,ফুফু ও মামা কান্না জড়িত কন্ঠে জানান, আমাদের মত আর কেউ যেন এভাবে সন্তান হারা না হয়। আমাদের আলামিনকে যারা নৃশংস ভাবে হত্যা করেছে, আমরা তাদের ফাসিঁ চাই। এছাড়াও এলাকাবাসী অবিলম্বে আল- আমিন হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাসির দাবী জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন, বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহারিয়ার আলম শোহান,আসলাম হোসেন,কাজী মনময়,রাসেল,আবু ইসলাম। নিহত আল আমিনের পিতা মোতালেব হোসেন,লোকমান মেম্বার,রজব আলী, মামা হারুন মিয়াসহ স্বজন ও এলাকাবাসী।