
জামালগঞ্জে “স্মাট ভূমিসেবা, ভূমি নাগরিক” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ শনিবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস থেকে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা র্যালীবের হয়। র্যালী শেষে উপজেলা হল রুমে ভূমির মালিক ও সেবা গ্রহীতাদের অংশ গ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (অ.দ.) মুশফিকীন নূর প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এডিএম রুহুল আমিন, সাচনা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) বিজন কানন দাস, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সোহাগ মিয়া, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষকসহ ভূমির মালিকগন।