
মাগুরায় টিভি জার্নালিস্ট নেটওয়ার্কের অফিস উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
মাগুরার স্টেডিয়াম মার্কেটে সাংবাদিকদের কর্মকান্ড পরিচালনার জন্য মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের ব্যানারে ৮ জুন শনিবার বেলা ১২ টায় একটি অফিস উদ্বোধন করলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। মাগুরার অধিকাংশ সাংবাদিকদের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফিতা ও কেক কেটে তিনি এই অফিসের উদ্বোধন করেন।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” মাগুরায় সাংবাদিকদের বসার জন্য কোন জায়গা নেই এটা অমানবিক। আমার মনে হয় বসার জায়গা পেলে নিউজগুলো আরো সুন্দর ও স্বাভাবিক ভাবে করা যেতো। কোন একটা নিউজ সুন্দর ভাবে কাভারেজ দেয়া একটা ভালো সাংবাদিকতার লক্ষন। আপনারা আমার কাছে কিছু চাইলে আমাকে হ্যা বলতে হবে।তবে মনে রাখতে হবে, তার পাশাপাশি সাধ্যেরও প্রয়োজন আছে। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাবো আপনাদের জন্য কিছু একটা করে যাওয়ার। আমি বিশ্বাস করি একদিন এই জায়গাটা অনেক ভালো হবে।আমি মাগুরাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে চাই।এজন্য আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন।আমি যেমন আপনাদের সব ভালো কাজে সহযোগিতা করবো আপনাদেরকেও তেমনি এগিয়ে আসতে হবে।” উদ্বোধন শেষে প্রধান অতিথি মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক অফিসের সামনে ৩টি গাছের চারা রোপণ করেন।










