
চলতি ২৩/২৪ অর্থবছরে বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর বোরো ধান তীব্র তাপদাহে পড়ায় ফলন ব্যহত হওয়ার আশঙ্কা থাকলেও সেই ধাক্কা কৃষক সফলতার সাথে কাটিয়ে উঠেছে এবং সোনালী ফসল ঘরে তুলতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায় যে, বোরো ধান কর্তনের একদম শেষ পর্যায়ে রয়েছে, কৃষকের সাথে কথা হলে কৃষক জানান এ মৌসুমে ধানের ফলনে তারা খুবই সন্তুষ্ট। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় তারা ভালো বীজসহ সকল সহযোগিতা পেয়েছে, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত পরামর্শ দিয়েছে, তাই তারা ভালো ফসল ঘরে তুলতে পারছে।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, এ বছর বোরোর লক্ষ্যমাত্রা ছিল ২২৬৮০ হেক্টর যা সম্পূর্ণ অর্জিত হয়েছে। কৃষকদের আধুনিক জাত চাষে পরামর্শ দেয়া হয়ছে। এ বছর চাষ করা প্রধান প্রধান জাতে মধ্যে রয়েছে ব্রিধান ৮৯, ব্রিধান ৯২, বঙ্গবন্ধু ধান ১০০, এসএল৮এইচ, ছক্কা প্রভৃতি।এবছর বোরোর গড় ফলন হয়েছে ৫.৭৪ মে.টন/হেক্টর।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ বলেন, যে, চলতি ২০২৩-২৪ অর্থ বছরে শাহজাদপুর উপজেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। তীব্র তাপদাহ থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক নির্দেশনার প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে কৃষক ভাইয়েরা তাদের সোনালী ফসল ঘরে তুলেছে। উন্নত জাত সম্প্রসারণের মাধ্যমে চলমান মৌসুমে কৃষকেরা প্রতি ডেসিমাল জমিতে এক মণ হারে ধান উৎপাদনে সক্ষম হয়েছে।










