
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
৭ জুন শুক্রবার দুপুরে কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় গ্রামের সুকানদিঘী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে সুকানদিঘী এলাকায় লালমনিহাট থেকে বুড়িমারীগামী ইন্টারসিটি ট্রেনটি আসে। ওই সময় রেললাইনে একটি গরু দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে আব্দুল কাইয়ুম গরুটিকে বাঁচাতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন বলেন, বিষয়টি সার্বিক অবস্থা জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব। তারপর পরবর্তীতে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
ভিউ: ২৩১










