খুলনার পাইকগাছার শিববাড়ী ব্রীজের শ্মরনখালীর মোড় নামক স্থানে ( আলমতলা-কয়রা) সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইল আরোহী ও ১ ভ্যান চালক নিহত হয়েছে। এছাড়া এক কম্পিউটার শিক্ষার্থী আহত হয়েছে।
সরজমিন ঘুরে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পাইকগাছা থেকে জায়গীরমহল উদ্দেশ্যে ২ জন মোটরসাইকেল আরোহী যাওয়ার পথে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাইকগাছা পৌর সদরের ৬ নং ওয়ার্ডের প্রাক্তন শিক্ষক মোঃ আবিদুর রহমান গাজীর ছেলে মোঃ রিয়াদ আবেদ্বীন (২৫) ও গড়ুইখালীর ইউপির হারুন গাইনের ছেলে মাহফুজ গাইন (২৪) সহ ভ্যান চালক চাঁদখালীর শাহাপাড়া ১ নং ওয়ার্ডের আনছার গাজীর ছেলে ইসমাইল গাজী( ৬২) নিহত হয়েছে।
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। আহত তৃষা পার্শ্ববর্তী আশাশুনি থানার বড়দল গ্রামের আলালউদ্দীনের মেয়ে। আহত তৃষার মা জানান,সকালে তার মেয়েসহ আরোও দু'জন মেয়ে শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষন নিতে বাড়ি থেকে রওনা হয়। দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্য দু'শিক্ষার্থী অক্ষত আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ইসমাইল গাজী স্পটে মারা যায় বাকি মোটরসাইকেল আরোহী ২ জনের মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে গেলে তাদের ও মৃত্যু হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতি সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।