গত ০৩ জুন ২০২৪ খ্রিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী’কে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
৬ জুন (বৃহস্পতিবার) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী’কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়। এসময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভবিষ্যৎ কর্মজীবনের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম উপস্থিত ছিলেন।