সরাসরি দুর্নীতিবাজকে বলতে শিখুন দুর্নীতিবাজ 
Spread the love

ফাতেমা আক্তার মাহমুদ ইভা : দুদক কমিশনার বিভিন্নজনকে উপদেশ দেই, দুর্নীতি করি, তারা বেশি বেশি কথা বলি, এজন্য আমাদের কথা কেউ শোনে না। আবার আমরা বেশি সম্মান করি দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও ঘুষখোরদেরকেই। এতে তারা আরও উৎসাহ পায় দুর্নীতি-অনিয়মেবিশ্বের। অন্য কোথাও এমনটি নেই। জনগণকে এদেশের মালিকানা দেওয়া হয়েছে। তাই আপনারা যারা সাধারণ জনগণ, তারা দুর্নীতিবাজকে সরাসরি দুর্নীতিবাজকে বলতে শিখুন দুর্নীতিবাজ ৬ জুন বৃহস্পতিবার ২০২৪ সকালে ৯ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাহমুদুল হক বলেন, দুর্নীতি এদেশে নতুন নয়। এটি অনেক পুরোনো। চানক্যের অর্থশাস্ত্রে দুই হাজার বছর আগে বলা হয়েছে, এই ভূখণ্ডে চল্লিশ প্রকারের দুর্নীতি হতে পারে। দুদকের আজকের আয়োজন সরকারি অফিসে সেবাপ্রার্থীরা কী ধরনের হয়রানি হচ্ছেন তা জানতে। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি ৫০ ভাগ সেবাও দিতে পারে তাও মানুষ স্বস্তির নিশ্বাস পারে। তবে আমাদের কিছু সিস্টেমেটিক ত্রুটি আছে। আমার অফিসে প্রতিদিনই গণশুনানি হয়। সেবাপ্রার্থীরা যান সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সেবা গ্রহীতাদের অভিযোগের প্রেক্ষিতে সেবাদাতারা সরাসরি উত্তর দেন। গণশুনানিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হক। তদন্ত মো. জহুরুল দুদক কমিশনার বলেছেন, আমরা যারা দুর্নীতি করি, তারা বেশি বেশি কথা বলি, বিভিন্নজনকে উপদেশ দিই। এজন্য আমাদের কথা কেউ শোনে না। আবার আমরা বেশি সম্মান করি। দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও ঘুষখোরদেরকেই । এতে তারা আরও উৎসাহ পায় দুর্নীতি-অনিয়মে। বিশ্বের অন্য কোথাও এমনটি নেই। জনগণকে এদেশের মালিকানা দেওয়া হয়েছে। তাই আপনারা যারা সাধারণ জনগণ, তারা দুর্নীতিবাজকে সরাসরি দুর্নীতিবাজ বলতে শিখুন।

দুদক কমিশনার আরও বলেন, নারায়ণগঞ্জ ধনী এলাকা, এখানে প্রভাবশালীর সংখ্যা বেশি। আর প্রভাবশালীরাই বেশি দুর্নীতি করে। এখানে যারা অভিযোগ দিবেন তাদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয়। আপনাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দুদকের। প্রতিটি অভিযোগের বিষয়ে দুদকের জেলা কার্যালয় যেন অত্যন্ত কঠোর থাকে। অভিযোগ গ্রহণ করা অন্যায্য হবে না জানিয়ে দুদক কমিশনার বলেন, , জনসাধারণ বলে আমার জমির বহন করা হলেও সরকার আমাকে টাকা দিচ্ছে না অনেকেই এসে এই অভিযোগ করেন খতিয়ে দেখা যায়, তার জমির খাজনা, খতিয়ান, নামজারি কিছুই ঠিক নেই। তাহলে অফিসার তাকে কীভাবে টাকা দিবেন! কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে অভিযোগ দায়ের করবেন না। কেউ অন্যায্য অভিযোগ দিলে দুদক সেটি গ্রহণ করবে না। দুদককে অনেকেই অনেক শক্তিশালী মনে করেন। কিন্তু আইনের হলাে নির্ধারিত, এর গণ্ডির বাইরে যেতে পারবে না দুদক।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31