বাগেরহাটের মোল্লাহাটে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৩০ কার্টুনে ৫৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের একটি বাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ভোজ্য তেল উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক আশিকুর রহমানকে আটক করেছে পুলিশ।আটককৃত আশিকুর রহমান মোল্লাহাট উপজেলার চুলখোলা গ্রামের বাদশার ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুর রহমান পুলিশকে জানায়, তার বাড়িতে মজুদ রাখা সয়াবিন তেল দুইদিন পর শিকদার সাবরাজ নিয়ে যাবে।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, মেসার্স শিকদার এন্টারপ্রাইজের ডিলার শিকদার সাবরাজ ন্যায্য মূল্যে বিক্রির উদ্দেশ্যে টিসিবির তেল উত্তোলন করে। পরে গোপনে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে চুলখোলা গ্রামের চায়ের দোকানদার আশিকুর রহমানের বাড়িতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কার্টুনে ৫৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, বিক্রয় নিষিদ্ধ টিসিবির ভোজ্য তেল উদ্ধারসহ আটক আশিকুর রহমান ও ডিলার শিকদার সাবরাজসহ আরও অজ্ঞাত ৪-৫ জনের নামে পুলিশ বাদি হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃত আশিকুর রহমানকে এদিন বিকেলে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠোনো হয়েছে। এছাড়া এঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।