
ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বরিশালের সর্ববৃহৎ আঞ্চলিক গ্রুপ মোগ সুন্দার বরিশাল(মোরা ব্যাবাক্কে বরিশাইল্লা) তথা অঙ্গীকার (সমন্বিত আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প)।
মঙ্গলবার ৪ঠা জুন গ্রুপটির এডমিন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে পাওয়া অনুদান থেকে ১ম ধাপে মোট ১২৭ টি পরিবার কে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।
এর মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী তে ১১৫ টি পরিবার, পিরোজপুরের কাউখালিতে ৫ টি পরিবার,বরিশালের সাহেবের হাটে ৪টি পরিবার ও ঝালকাঠির বিষ্ণুকাঠিতে ৩টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। উপহার সামগ্রী বিতরণের সময় গ্রুপের এডমিন শাকিল আহসান, সজিব হোসেন,সঞ্জীব গুহ এবং উক্ত এলাকার শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। উপহার দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আলু, পিয়াজ, তেল,লবন, সাবান, ইত্যাদি। সংগঠনটির প্রধান মোঃ আসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রাখবেন, তারা একেবারে হতদরিদ্র অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যদিও আমাদের চেষ্টাও খুবই সামান্য তারপরও তারা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখা হবে।এরই সাথে সংগঠনের অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আগামীতে সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ করেছেন।
এছাড়া উক্ত কার্যক্রমে যারা অর্থ, সময় এবং শ্রম দিয়ে সহায়তা করেছেন সকলের প্রতি সংগঠনটি কৃতজ্ঞতা প্রকাশ করছি।










