চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন জামজামি ইউনিয়নে বাংলাদেশ আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে পল্লী চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠন হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় আত্মপ্রকাশ পাওয়া বাংলাদেশ আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন সংগঠনটি উপজেলার সকল ইউনিয়নে কমিটি গঠনের করছে। তারই ধারাবাহীকতায় আজ ০৫/০৬/২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় জামজামি ইউনিয়নের সকল পল্লী চিকিৎসকদের নিয়ে জামজামি ইউনিয়ন পরিষদের একটি কক্ষে উপস্থিত হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে সবাই তাদের মতামত পেশ করেন। তারা বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন এসব সমস্যা সমাধানের জন্য আমাদের একত্রিত থাকতে হবে। তাই একটি সংগঠনের প্রয়োজন। আরো বলেন করনা মহামারীর সময় অনেক এম বি বি এস ড. ও ভয়ে চিকিৎসা না করিয়ে ঘর থেকে বের হয়নি সেই সময়ও আমরাই মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করেছি কিন্তু সেই সম্মান আমরা পাইনা। যে কোন চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকেরাই মানুষের প্রথম ভরসা। কিন্তু সমাজ আমাদের মূল্যায়ন করেনা। এই প্রয়োজনের তাগিদে বাংলাদেশ আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠিত হয়েছে। তারা আরো বলেন এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। আলোচনা শেষে মতামতের ভিত্তিতে নিম্নোক্ত কমিটি ঘোষনা করেন। বাংলাদেশ আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন জামজামি ইউনিয়ন শাখার সভাপতি হলেন ডাক্তার মোঃ ফজলুর রহমান ,সহ-সভাপতি ডাক্তার হাসিবুক হক, বিল্লাল হোসেন, হাইদার আলি।