
"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’ অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" প্রতিপাদ্যে আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা ১১ ঘটিকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবির'র সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা এম.এম.এ আউয়াল তালুকদার, কৃষি সম্প্রসারন অফিসার শাহনাজ আফরোজ মনি, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তাফা, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক মো. এমদাদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বৈশ্বিক উষ্ণতার ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানোসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান। তাছাড়াও প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহবানও জানান তারা।