টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া নামের এলাকায় সুন্দর পরিবেশ গুনগত শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে এগিয়ে যাচ্ছে "দারুল হিজরাহ ইনিস্টিউট" নামের একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
মাদ্রাসা বিষয়ে জানতে চাইলে পরিচালনা কমিটির এক সদস্য বলেন,গত ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়া দারুল হিজরাহ ইনিস্টিউট কোন আলোর পথ দেখেনি প্রায় ১ দশকের চেয়ে বেশি সময়ে।
আরো বলেন, গত ২ বছর আগে এলাকার মানুষ এবং ওয়ার্ডের মেম্বার মিলে নতুনভাবে কমিটি করা হয়। মাদ্রাসার সব কিছু নতুন করে সাজিয়ে দ্বীন প্রচারের লক্ষে কাজ শুরু করা হয়।এই কাজে আজ অনেকটায় সফল। নতুন কমিটির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিদেশী সহযোগীতায় অনুদানকৃত নতুন ভবনটি এখন উদ্বোধনের অপেক্ষায়।বর্তমানে দারুল হিজরাহ্ ইনিস্টিউটের হেফজ খানাতে প্রায় ৩০ জন। এবং নূরানী মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থী পাঠদান করতেছেন।
মাদ্রাসা পরিচালক আব্দুল খালেক সহ প্রায় ৬/৭ জন শিক্ষক নিয়োজিত আছে।