গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিন মুক্ত করনের দাবিতে” মাগুরায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
Spread the love

গাজায় গণহত্যা বন্ধ কর,ফিলিস্তিন মুক্ত কর,ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদ,ইসরাইলি জায়নবাদ ধ্বংস হোক নিপাত যাক”- এই শ্লোগানকে সামনে রেখে গণকমিটি মাগুরা জেলা শাখার উদ্যোগে ৪ জুন ২০২৪ মঙ্গলবার সকাল ১০টায় স্হানীয় নোমানী ময়দানের সেগুনবাগিচায় ফিলিস্তিন সংহতি সমাবেশ, প্রতিবাদী মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাগুরা জেলা গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটি মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠী মাগুরা জেলা শাখার সভাপতি বিকাশ মজুমদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক রূপক আইচ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেওয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। আর এবার বিগত ৭ মাস ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলী নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই হামলায় ইতিমধ্যে ৪২ হাজারের উপর মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭০ হাজারের অধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে প্রায় ১৫ হাজার শিশু। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেখা দিয়েছে তীব্র খাবার, ওষুধ, বিশুদ্ধ পানির সংকট। বক্তাগণ আরও বলেন, যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শান্তি আলোচনার প্রস্তাব করা হচ্ছে। কিন্তু ইসরাইল যুদ্ধ বিরতির প্রস্তাবে রাজি হয়নি। গতকালও রাফা এলাকায় ইসরাইলি আগ্রাসনে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল খোদ তেল আবিবে যুদ্ধ বন্ধের দাবিতে হাজার হাজার মানুষের মিছিল অনুষ্ঠিত হয়। এখন বিশ্বব্যাপী আন্দোলন-ই পারে ইসরাইলকে যুদ্ধ বিরতিতে বাধ্য করতে।মিছিল ও সমাবেশ শেষে সুর সপ্তক,উদীচী শিল্পী গোষ্ঠী, লালন একাডেমি, লালন ঘর,লোক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, প্রতিবাদী গণসংঙ্গীত পরিবেশন করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31