
সুনামগঞ্জের ছাতকে আলম সমাজ কল্যাণ সংস্থার সদস্য আবুল কাশেম’র যুক্তরাজ্য ভ্রমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা, কুরআন শরীফ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জাউয়াবাজারের প্রয়াস কোচিং সেন্টারের ৪র্থ তলায় কুরআন শরীফ বিতরণ, সেলাই মেশিন বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়। সোমবার ( ৩ জুন) বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। আলম সমাজ কল্যাণ সংস্থার অর্থায়নে এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের কে ৪৬ টি কুরআন শরীফ-রাওয়াল ও অসহায়দেরকে দুইটি সেলাইমেশিন দেওয়া হয়।
শুরুতে তিলাওয়াত করেন মোঃ ইসমাইল হোসেন, সভাপতিত্ব করেন চরমহল্লা ইউপির ৮ নং ওয়ার্ডে মেম্বার অজিত কুমার, প্রধান অতিথি কামরাঙ্গীঁ জামে মসজিদের ইমাম ও খতিব মাও সেলিম আহমদ পলাশী, সংবর্ধিত অতিথি মোঃ আবুল কাশেম, উপস্থিত ছিলেন আল ফুরকান ইসলামি হাফিজিয়া সুড়িগাঁও মাদ্রাসার মুহতামিম নুর আহমদ,জালালীচর মাদ্রাসার মুহতামিম মাও খলিল আহমদ, প্রয়াস কোচিং সেন্টারের পরিচালক জুনেদ আহমদ,জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বিশেষ প্রতিনিধি তাজিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মুশাহিদ আলী সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।










