
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠায় ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে রাখালগাছি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ফারাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় অপরাজিতা নারী নেটওয়ার্কের সমন্বয়ক ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাস, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাবেক জেলা পরিষদ সদস্য ও অপরাজিতা নারী নেটওয়ার্কের সদস্য অঞ্জলি রানী দাস, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ইউপি সদস্য পারভিন বেগম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রিজিয়া পারভিন বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোন জেন্ডার বৈষম্য থাকবে না। দেশের উন্নয়নের নারী এবং পুরুষ উভয় সমান অবদান রাখছে, তাই রাজনীতিতে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করতে হবে। আগামীতে যেকোনো কমিটিতে ৩৩% নারীকে অন্তর্ভুক্ত করতে হবে। নারীদেরকে কোনভাবেই অবহেলা করা যাবে না।
তিনি আরো বলেন, আমাদের বাগেরহাটের-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় যেন সংসদে গিয়ে জোর গলায় বলতে পারে যে আমার এলাকায় কোনরকম জেন্ডার বৈষম্য নেয়। আমরা নারী ও পুরুষ সম্মিলিতভাবে যাতে উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হতে পারি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদেরকে সব ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে।










