
পিরোজপুর কাউখালী উপজেলাধীন ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ঘূর্নিঝড় রেমালের ত্রানের কার্ড বিতরণ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
গত ০১ জুন ২০২৪ তারিখ শনিবার রাত অনুমান ৮:০০ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী থানাধীন ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের পাটিকর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (৪,৫,৬) মোসা: খাদিজা বেগম এর কাছে থাকা ঘূর্নিঝড় রেমালের ত্রানের কার্ড বিতরন কে কেন্দ্র করে খাদিজার স্বামী জনৈক মোঃ মজিবর রহমান হাওলাদার (৫৫) , পিতা- মৃত মকবুল হাওলাদার, সাং- উত্তর নিলতী,ওয়ার্ড নং-০৫, থানা-কাউখালী সহ আরও ৬ জনের সাথে অপর পক্ষ সঞ্জয় ঘোষ (৪০), পিতা- সুভাষ চন্দ্র ঘোষ, সাং-উত্তর নিলতী, ওয়ার্ড নং-০৫, থানা-কাউখালী উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মারামারি ঘটনা ঘটে এবং ৪-৫ জন নিলাফুলা যখম প্রাপ্ত হয়, এদের মধ্যে ২ জনের মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে উভয় পক্ষ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন। অতঃপর মোঃ আব্দুর রব(৪৫), পিতাঃ মৃত মকবুল হাওলাদার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বমি এবং বেশী অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক রাতেই ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে অদ্য ০২ জুন ২০২৪ তারিখ আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকার সময় ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
পরবর্তীতে কাউখালী থানা পুলিশ, সঞ্জীব ঘোষ(৩০), পিতাঃ সুভাষ ঘোষ ও দ্বীলিপ পাটিকর(৩৫) পিতা-কমল চন্দ্র পাটিকর,সর্ব সাং- উত্তর নিলতি,ওয়ার্ড নং-০৫, থানা- কাউখালী ২ জনকে গ্রেফতার করেন।
কাউখালী থানা ইনচার্জ হুমায়ুন কবির বলেন- উভয় পক্ষের অভিযোগ গ্রহন করা হয়েছে, তদন্ত চলমান অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে এবং মামলা প্রক্রিয়াধীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।










