
রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামেনুরজাহান বেগম (৭৮) চিকিৎসাধীন অবস্থায় গত ১/৬/২৪ তারিখ দুপুর ১২.৪৫ ঘটিকায় রাজারহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঐ দিনই ১/৬/২৪ তারিখ বাদ মাগরিব গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। ঐদিনই ১/৬/২৪ অনুমান ১০.৩০ ঘটিকার সময় তার ছোট ছেলে কবরস্থানে গিয়ে কবরের উত্তরাংশে উম্মুক্ত দেখতে পায় এবং জানতে পারে কবরস্থান থেকে তার মায়ের লাশ চুরি হয়ে গেছে। তিনি তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং আশেপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সাহায্যে রাজারহাট থানায় সংবাদ জানালে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাত অনুমান ১২.১০ ঘটিকার দিকে ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলে গিয়ে কবর উম্মুক্ত দেখতে পান। অফিসার ইনচার্জ সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অনুসন্ধান করে অদুরে জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ দেখতে পায়। লাশ পরিবারের নিকট হস্তান্তর করে। তাহারা পুনরায় লাশের জানাযা সম্পন্ন করে ফযজরের নামাযের পর পুনরায় লাশ দাফন করে।
এই বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন - লাশ উদ্ধার করে যথানিয়মে লাশের সুরতহাল প্রস্তুত করি এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করি । তাহারা পুনরায় লাশের জানাযা সম্পন্ন করে ফযজরের নামাযের পর পুনরায় লাশ দাফন করলেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।