
ঝালকাঠীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মাহফুজ (২০) নামের এক যুবককে কুপিয়ে হ’ত্যা করেছে প্রতিপক্ষরা।
নি’হ’ত মাহফুজ হাওলাদার,পিতা আমির হাওলাদার পৌর এলাকার বিকনা গ্রামের ষ্টেডিয়াম এলাকার বাসিন্দা। সে পেশায় ইজিবাইক চালক।হামলায় গুরুতর আহত হয়েছে নিহতের “মা” মুক্তা বেগম এবং “বাবা” আমির হাওলাদার। রক্তাক্ত জখম হওয়া আমির ও মুক্তা দম্পত্তিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিউ: ২০৩










