
পিরোজপুর কাউখালী উপজেলায় ৫ টি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারের পাশে, ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী ত্রাণ নিয়ে নিজ হাতে পৌঁছে দিলেন এমপি মহিউদ্দিন মহারাজ।
অদ্য ৩১মে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন থেকে শুরু করে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ১ হাজার করে মোট ৫ হাজার জনকে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন। গত ২৬ মে রবিবার থেকে ভয়াবহ ঘুর্নিঝড় “রেমাল” এ স্বাভাবিকের চেয়ে বেশী জলোচ্ছ্বাস হয়েছে যাহা বিগত ১০০ বছরেও ঘটেনি, পানিতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ পশুপাখি,ক্ষেত খামার ও মৎস্য চাষীদের অনেক ক্ষতি সাধন হয়। (কাউখালী,ভান্ডারিয়া, স্বরূপকাঠি) পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ তাৎক্ষণিক ঢাকা থেকে নিজ এলাকায় গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী নিয়ে চলে আসেন। শুক্রবার সকাল দশটা থেকে আনুষ্ঠানিকভাবে কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে ৫ হাজার জনকে দেয়া সহ পরবর্তীতে নেছারাবাদ ও ভান্ডারিয়ায় মোট ২৩ হাজার পরিবারকে শুকনো খাদ্য সামগ্রী উপহার দিবেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ বলেন- প্রাথমিকভাবে ৩টি উপজেলায় ইউনিয়ন ভিত্তিক ১হাজার প্যাকেট করে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হচ্ছে, পরবর্তীতে আরো বেশি করে খাদ্য সামগ্রী দেয়া হবে এবং প্রতিটি গ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করে পূণর্বাসন ও সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে ধৈর্য ধারণ করার আহবান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন তালুকদার,থানা ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ইউনিয়ন চেয়ারম্যান,মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ।










