
পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে পানির সংকট নিরসনে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে পাইকগাছা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক দেলুটি ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে উক্ত বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার গড়ইখালী ও সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে গত কয়েকদিনে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। এসময়ে আরো উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী শাহাদাৎ হোসেন ও অরুণ ঢালী, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন জানান, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে পানি বিতরণ চলমান রয়েছে, প্রতি ঘন্টায় আমরা (৬৬০)লিটার পানি সরবরাহ করতে পারছি। সে হিসেবে দিনে প্রায় ৫ থেকে ৬ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। তিনি আরো বলেন, খুলনা সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার ও নির্বাহী প্রকৌশলী স্যার এর নির্দেশে এখানে অতিরিক্ত দায়িত্ত্বে রয়েছেন উপ- সহকারী প্রকৌশলী সবুজ সরকার। এছাড়াও চারজন মেকানিক কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর পরিচালনার দায়িত্বে রয়েছেন মশিয়ার রহমান ও মারুফ হোসেন।










