
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে, স্লোগান এবার ‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হচ্ছে। দেশে অবাধে তামাক সেবন চোখে পড়ে। সিগারেট, বিড়ি, হুঁকা, জর্দা, গুল, সাদা পাতা-বুধে বা যুষে ব্যাবহারের কারণে সার্বিক স্বাস্থ্যব্যবস্থা ও পরিবেশ ভয়ংকর ঝুঁকিতে পড়ছে।
তামাকের ব্যবহার ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ, ডায়াবেটিস ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যঞ্চ্য, চোখের কিছু রোগ, বাতসহ রোগ প্রতিরোধক্ষমতার দুর্বলতার জটিলত্য বাড়ায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এর আহবানে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ পালিত হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শুক্রবার ৩১ মে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা প্রশাসনে সম্মেলন কক্ষে
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শামীম রেজার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোছাঃ শারমিন আক্তার,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর, রিসোর্স সেন্টার মোঃ জামাল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী ও চিকিৎসক, এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।










