
ধামরাইয়ে কুমরাইল এলাকা থেকে ৯০ বোতল ফেনসিডিল সহ মোঃ হারুন মিয়া গ্ৰেফতার :
ঢাকা জেলা উত্তর ডিবি এসআই মো. আনোয়ার হোসেন এর একটি টিম ধামরাই থানাধীন কুমরাইল এলাকা হইতে আসামী ১। মো. হারুন (৫৫), পিতা-মৃত তমিজ উদ্দিন , সাং-কুমরাইল, থানা-ধামরাই, জেলা-ঢাকা, সর্বমোট ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল সহ ২৬/০৫/২৪ খ্রি.১৪:৫০ গ্রেফতার করেন।
ভিউ: ২১২










