
গাইবান্ধা গিদারী গোড়াইন কামারজানি গনউন্নয় ও বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় রেমাল অন্যদিকে বিভিন্ন জেলায় ২৯মে ভূমিকম্প হয়, হঠাৎ করে রাত ২:৩০ মিনিটে রেমাল ঘূর্ণিঝড় আঘাত হানে গাইবান্ধায়, এর প্রভাবে বিভিন্ন ইউনিয়নে গভীর রাত থেকে শুরু হয় দমকা হাওয়া ও বৃষ্টি। এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভুক্তভোগীরা জানান হঠাৎ করে গভীর রাতে বাতাস হয় এবং আমাদের ঘরবাড়ি লন্ডভন্ড করে রেখে যায় রেমাল নামে ঘূর্ণিঝড়, এতে করে ব্যপক ক্ষয় ক্ষতি হয় গাইবান্ধায়। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে ব্যপক গাছ-পালা ভেঙে পড়েছে কারেন্টের তার এর উপরে তারপরে অনেক জায়গায় তার ছেড়ে গিয়েছে সকাল থেকে বিদ্যুৎ নাই নানান দুর্ভোগে পড়েছেন গাইবান্ধার মানুষ, আজকে রাতে আসবে কী,না তাও জানা নাই কিন্তুু আমরা বিদ্যুৎ অফিসে কথা বলে জানতে পেরেছি তারা তাদের চেষ্টা করে যাচ্ছে কিন্তুু প্রচন্ড ঝড় বৃষ্টি থাকার কারুণে তারা কাজ করতে পারছে না। গাছ উপড়ে ঘর-বাড়ি চাল উড়ে গিয়েছে কিছু জায়গায় শাক-সবজি ব্যপক ক্ষতি হয়েছে সব গুলো গাছ একদম মাটিতে পড়ে গিয়েছে আমাদের হাজার টাকার ক্ষতি তারপরে যাদের আম, লিচু,কলা,কাঠাঁল, পেঁয়ারা,বাগান রয়েছে তাদের ও ব্যপক ক্ষতি হয়েছে প্রবল ঝড়ে গাছের ফল সব পড়ে গিয়েছে তাদের ও মাথায় হাত তারা বলতেছে এই গুলো কাঁচা,আম, কাঁঠাল, লিচু, পেঁয়ারা দিয়ে আমরা কী করবো।










