
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (৩য় ধাপ) উপলক্ষে ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়।
২৯ মে ২০২৪ খ্রিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর এবং লংগদু উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ চলাকালীন সময়ে বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করাসহ নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রে আগত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। অতঃপর তিনি ভোটকেন্দ্রসহ এর আশেপাশের এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনে দায়িত্বরত সকল পুলিশ সদস্যদের সার্বক্ষণিক সক্রিয় ও তৎপর থেকে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ মনির হোসেন সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।










