শরীয়তপুর, ওমর বিন আলী
শরীয়তপুরে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। হেলিকপ্টার প্রতীকে গোসাইরহাট উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,মোঃ মোশারফ হোসেন।
২৯ মে বুধবার রাতে ভোটগণনা শেষে এই উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৪৫ হাজার ৬৪৭ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী,প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ভোটগণনা শেষে দেখা যায়, হেলিকপ্টার প্রতিকের প্রার্থী মোঃ মোশারফ হোসেন ২০ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঘোরা প্রতীকের প্রার্থী মাসুদ আলম পেয়েছেন ১৪ হাজার ৩৯৩ ভোট। অপর দিকে জাকির হোসেন দুলাল দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন,মোঃ মতিউর রহমান আনারস প্রতিক নিয়ে ১২ হাজার ১০৫ ভোট, ও দেওয়ান গোলাম মোস্তফা মটর সাইকেল প্রতিক নিয়ে ১২ শত ৯৮ ভোট ।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু দাউদ। এই তথ্য নিশ্চিত করেন। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।