
দ্বিতীয় ধপা উপজেলা নির্বাচনে আজ ২৯-মে লক্ষীপুর সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে নির্বাচিত প্রার্থীগন হলেন ” সালাহউদ্দিন টিপু, উপজেলা চেয়ারম্যান, ইউসুফ পাটোয়ারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান, ও মহিলা ভাইস-চেয়ারম্যান হন ফরিদা ইয়াসমিন লিকা।অধ্যকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়, কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক খুবই কম,
তবে অন্যান্য কেন্দ্রের তুলনায় দত্তপাড়া ইউনিয়নের ৫-নং ওয়ার্ড দর্জিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক, এই অসাধ্য সাধনের রুপকার হলেধ উক্ত কেন্দ্রের আহ্বায়ক ও ৫-নং ওয়ার্ড দর্জিপাড়ার বর্তমান মেম্বার ‘ইমাম হোসেন সুমন খাঁন’ এবং তার কিছু সহযোগি তারা হলেন ” *শেখ রাকিব, সভাপতি ৫নং ওয়ার্ড যুবলীগ, * ইয়াছিন আরাফাত তূষার *মোহসিন আলম ও আরফি খাঁন, এই ব্যাপারে ‘সুমন খাঁন এর কাছে জানতে চাইলে তিনি জানান, টাকা দিয়ে ভোটার উপস্থিত করা যায় না, মানুষকে ভালোবাসা দিলে তারা এমনিতেই ভোট কেন্দ্রে আসবে, আমি সবসময় চেষ্টা করেছি মানুষেকে ভালোবাসা দিতে,আর তাঁরাও আমাকে নিরাশ করেনি।










