
চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে আজ ২৫ মে ২০২৪ তারিখ সন্ধ্যা ০৭টায় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২২ ও ২০২৩ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
উক্ত আয়োজনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন- মোঃ জয়নাল আবেদীন (যাত্রাশিল্পি), বাউল পরিষদ (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক); বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন); মোঃ আছমত আলী বিশ্বাস(কন্ঠশিল্পি); চিত্তরঞ্জন সাহা চিতু(আবৃতি) এবং জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন- আতিকুর রহমান(সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন); মোঃ ইকবাল হোসেন (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন); তুহিন সুলতানা(কন্ঠশিল্পি); আলাউদ্দিন উমর(নাট্যকলা);আসিফজাহান (আবৃতি)।
উক্ত আয়োজনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন- মোঃ জয়নাল আবেদীন (যাত্রাশিল্পি), বাউল পরিষদ (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক); বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন); মোঃ আছমত আলী বিশ্বাস(কন্ঠশিল্পি); চিত্তরঞ্জন সাহা চিতু(আবৃতি) এবং জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন- আতিকুর রহমান(সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন); মোঃ ইকবাল হোসেন (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন); তুহিন সুলতানা(কন্ঠশিল্পি); আলাউদ্দিন উমর(নাট্যকলা);আসিফজাহান (আবৃতি)।সম্মানিত অতিথিবৃন্দ বলেন, বাঙালি জাতি গুণীদের সম্মান দিতে জানে বলেই এ ভূখণ্ডে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে। যার সুমহান নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না। সমাজে তথা রাষ্ট্রে যেসব গুণী ব্যক্তি বাস করেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে শিল্প, সাহিত্য চর্চার বিকল্প নেই। শিল্প সাংস্কৃতি চর্চার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। সোনার মানুষ হতে সাংস্কৃতিক চর্চা করতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মূল্যবোধকে জাগ্রত করতে হবে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১; সম্মানিত অতিথি জাহাঙ্গীর আলম মালিক, মেয়র চুয়াডাঙ্গা পৌরসভা; অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।
ভিউ: ৪০২










