গাজিপুরের কালিয়াকৈরে ঘরের তালা ভেংগে দুর্ধর্ষ চুরি। টাকা ও স্বর্নালংকার লুট।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের আব্দুল হান্নান (নোয়াব)মিয়ার ঘরের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বাড়ির লোকজন ও স্থানীয় সুত্রে জানা যায়,সোমবার রাতে নোয়াব মিয়া নিজের রুমে তালা লাগিয়ে স্ত্রী সন্তানদের সাথে নিয়ে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় চোরেরা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে, সিন্ধুক থেকে স্বর্নের ৩জোড়া কানের দুল,গলার ১ টি চেইন,পায়ের ৩ জোড়া নুপুর, শাড়ি কাপড় ও নগদ ৯৫ হাজার টাকা,বিদেশি কম্বল সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় চোরেরা জরুরী কাগজপত্রও তছনছ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কথা বলতে চাইলে নোয়াব মিয়ার স্ত্রী রাশেদা বেগম বলেন,ঘরের তালা ভেঙে চোরেরা ঘরের ভিতরে আরো চারটি তালা ভেঙ্গে সব মালামাল নিয়ে গেছে। অপর দুই ঘরের তালাও ভেঙ্গেছিল কিন্তু ওই ঘর থেকে কিছু নিতে পারেনি। পরের দিন সকালে পার্শ্ববর্তী জংগলে চুরি হওয়া একটি ব্যাগ পাওয়া যায়।ব্যাগটিতে শুধু কাগজপত্র ছিল। রিমেল ঘূর্নিঝড়ে সবাই যখন নিজের জিবনের নিরাপত্তায় ব্যাস্ত ছিলেন। সেই সুযোগে নোয়াব মিয়ার সর্বনাশ হয়েছে বলে, পরিবার সুত্রে জানা গেছে।