পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "রেমাল"এর প্রভাবে সার্বিক ক্ষয়ক্ষতি থেকে নিরাপদ স্থানে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়ার জন্য নদীকুলবর্তি বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও আবাসন প্রকল্পে বসবাসকারীদের খোঁজ খবর ও সার্বিক নিরাপত্তার বিষয়ে অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ৩ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এবং কাউখালী থানার এএসআই মোঃ সানী সহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী মেহেদী হাসান ও নুরুজ্জামান খোকন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন উপজেলায় ৪৫ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নিজেকে এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে সবাইকে আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করার জন্য এবং যে কোন প্রয়োজনে ০১৩২১১৩৪০২৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে নির্দেশ প্রদান করছি।