
আমার বাবা কে যারা নৃশংস ভাবে হত্যা করেছে। যারা আমার মত বাবা হারা,।যারা আমাকে এতিম করেছে। তাদের সর্বোচ্চ্য শাস্তি দিতে হবে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন।
তিনি, নিশ্চয়ই এই কসাই অমানবিক ও নিষ্ঠুরতম হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে বিচার করবেন। গতকাল বিকালে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বাসির আয়োজনে এক বিশাল মানব বন্ধনে কান্না জড়িত কন্ঠে এমপি কন্যা আনোয়ারুল আজিম আনার এর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন একথা বলেন। তিনি কেদে কেদে বলেন, কি অপরাধ করেছিল আমার বাবা যে আমার বাবা কে কেটে কেটে টুকরো টুকরো করা হলো। আমার দেহ সিহরিত হচ্ছে, কলিজা ছিড়ে যাচ্ছে। আমি ভাবতেও পারছি না আমার বাবা এই পৃথিবী থেকে চীর বিদায় নিয়েছে, আমার বাবা আর নেই।
আর কোন দিন আমি বাবা কে কাছে পাব না। আর কোন দিন বাবা বলে ডাকতেও পারব না। আজ আমি একা এক এতিম সন্তান। তিনি কাদো কাদো কন্ঠে বলেন, আমার বাবা হত্যার মূল পরিকল্পনা কারী আক্তারুজ্জামান শাহিন এর ভাই কোটচাঁদপুর এর মেয়র শহিদুজ্জামান সেলিম কে আটকের দাবি করে বলেন। আপনারা তাকে জিজ্ঞেস করে বলুন কেন আমার বাবা কে নৃশংস ভাবে হত্যা করা হলো। মানব বন্ধন চলাকালে ডরিন বলেন, আমার বাবার এই নৃশ:স ভাবে যারা হত্যা করেছে।
,তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
সেই জন্য প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কালীগঞ্জ মেইন বাস স্টান্ডের মানব বন্ধনে এমপি কন্যা ডরিন বলেন, আজ আমি বাবা কে হারিয়ে এতিম হয়ে গেছি। সেই সময় রাস্তার দুই ধারে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে তিনি একথা বলেন। উক্ত মানব বন্ধনে উপস্থিত কালীগঞ্জ পৌর সভার চেয়ারম্যান আশরাফুল আলম আশরাফ, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ১ নং সুন্দর পুর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু এবং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা সহ অনেক নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।










