
গাইবান্ধা বালাসী ব্রহ্মপুত্র নদে ইঞ্জিন চালিত যাত্রীবাহী নৌকা থেকে কামরুল নামে এক যুবক পড়ে নিখোঁজ হন।
এ ঘটনা ঘটে আজ ২৪মে রোজ শুক্রবার, সকাল দশটায় নদীতে অনেক স্রোত থাকায় তার মামা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করতে ব্যর্থ হলেন,ততক্ষণে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ঘটনায় স্থলে উপস্থিত হন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। স্থানীয় সূত্রে জানা যায় নদীতে অনেক স্রোত থাকার কারনে এখন পর্যন্ত অভিযান উদ্ধার চলছে, ফুলছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার বলেন নদীতে অনেক স্রোত থাকার কারণে এখন পর্যন্ত নিখোঁজ কামরুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি বলে যানান তিনি। নৌকাটি উপজেলা কাউয়াবাথায় দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ কামরুল ইসলাম এরেডান্ডাবাড়ি উপজেলা ইউনিয়নের হরিচন্ডি গ্রামের , রমজান আলীর ছেলে, নৌকাটির ইঞ্জিলের দায়িত্ব থাকা নুর নবী বলেন, ৩০-৩৫ জন লোক নিয়ে যাত্রীবাহী নৌকাটি ছেড়ে দেয় বালাসি ঘাটের উদ্দেশ্যে , হঠাৎ করে কামরুল নৌকা থেকে পড়ে ডুবে যায়।










