
গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনীর অন্তত শতাধিক বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এসকল রুমের সকল প্রকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও কলোনির মালিকের সাথে কথা বলে জানাযায়, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় স্থানীয়দের নিকট থেকে জমি ভাড়া নিয়ে সারোয়ার ও সুফিয়ানসহ আরো অনেকে ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। তারা তাদের চাহিদার পরে বাকি রুম গুলোকে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষদের কাছে ভাড়া দিয়ে ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে হঠাৎ সারোয়ারের কালোনিতে আগুন লাগে। একপর্যায়ে অন্যান্য কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কলোনির বাসিন্দা গার্মেন্টস কর্মী লতিফ মিয়া, সারোয়ার, সুফিয়ান, সাজু মিয়াসহ অনেকেই জানান, আমরা নামাজ পড়তে গেছি তখন হঠাৎ আগুন লাগে। আসতে আসতেই আগুনের লেলিহান শিখা, সব কিছু পুরে ছাই করে দিছে। কারখানা থেকে এসে দেখি আমার ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। চাউল, ডাউল, সবজি,টাকাকড়ি,টেলিভিশন, ফ্রিজ সবই পুড়ে শেষ। এখন আমরা খাবো কি? থাকবো কোথায়? গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, শুক্রবার দুপুর ১টা ১৫মিনিটে ওই কলোনিতে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় দুপুর ২টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।










