
আজ ২৩মে বিকাল পাচঁটা চট্টগ্রাম শহরের নিউমার্কেট এলাকায় হঠাৎ করেই সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশ সিটি কর্পোরেশনের বিপুল পরিমাণ নিরাপত্তারক্ষী উপস্থিততে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রট চৈতি সর্ববিদ্যা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন যৌথভাবে নগরীর নিউমার্কেট মোড়, স্টেশন রোড, জুবিলী রোড, অমরচাঁদ রোডে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুটপাত ও রাস্তা থেকে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ মালামাল জব্দ করে
অভিযান পরিচালনা কালে সাধারণ ফুতপাতের ব্যবসায়ীরা এক হয়ে প্রতি রোধ করতে চাইলেও চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করায় কেউ বাধা দিতে পারেনি বলে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অপরদিকে উচ্ছেদকৃত দোকান মালিক ও হকার্সরা এক জায়গায় জড়ো হয়ে হৈচৈ করতে দেখা গেলেও উচ্ছেদ অভিযানে বাধাঁ দেওয়ার মতো অবৈধ কর্মকাণ্ডে কেউ জড়িত হয়নি।










