বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী- ২০২৪ উপলক্ষে “সোনার বাংলা স্বপ্নও বাস্তবতা, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় আজ ২৩মে ২০২৪ তারিখ সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার,আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা,
অনুষ্ঠানে মোঃ নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক,ড. কিসিঞ্জার চাকমা,
মূল প্রবন্ধ উপস্থাপক ড.মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ,
জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীবৃন্দ এবং জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।