
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে মোঃ সালাহ্ উদ্দিন খান সেলিম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিজয়ী হয়ে বুধবার সকালে থেকে রাতে পর্যন্ত নেতাকর্মীদের সাথে দেখা করেন। সালাউদ্দিন খান সেলিম কে, ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান নবনির্বাচিত এই চেয়ারম্যান কে, সুবিদপুর ইউনিয়নের জনগণ।মোটরসাইকেল প্রতীকে সালাহ্ উদ্দিন খান সেলিম পেয়েছেন ২৩ হাজার ৯৩৯ভোট।এদিকে ভাইস চেয়ারম্যান পদে বাই প্রতীকের মোঃ মনিরুজ্জামান মনির ২২ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তিনি সকল সাধারণ জনগণের সাথে সকালে থেকে রাতা পর্যন্ত গ্রাম শহর ইউনিয়ন সকলের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন এই বিজয়ের মালা আমার নয় এই বিজয়ের মালা আপনাদের, আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের ভোটেই আমি নির্বাচিত হয়েছি।
ভিউ: ২৩৮










