পিরোজপুর কাউখালীতে ২১ মে ২০২৪,২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ০৫ জন উপজেলা চেয়ারম্যান, ০৫ জন ভাইস চেয়ারম্যান ও ০২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিযোগিতা করেন। উপজেলায় ৩৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা- ৬৩৪৬১, নির্বাচনে প্রাপ্ত মোট ভোটের সংখ্যা- ২৬৭৫৩ (৪২.১৬%) উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ০৫ জন প্রার্থীর মধ্যে, এ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ (মোটরসাইকেল) মার্কা নিয়ে ২০১৪ ভোট এবং মোহাম্মদ ফরিদুল ইসলাম খান (দোয়াত কলম) মার্কা নিয়ে ১৩১৪ ভোট, ১৫%এর কম পেয়ে ০২ জন জামানত হারান। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ০৫ জন প্রতিদ্বন্দীর মধ্যে, পার্থ প্রতিম সমাদ্দার (টিউবওয়েল) মার্কা- ২১৫৯ ভোট এবং হাফেজ মোঃ মাসুম বিল্লাহ (বই) মার্কা-১৭২৪ ভোট পেয়ে জামানত হারান।