
আজ ২২শে মে বুধবার সন্ধায় বরিশালের হিজলা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলতাব মাহমুদ দিপু আসেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খান এর সাথে দেখা ও দোয়া নিতে, এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন মাদ্রাসার শিক্ষকগন ও ছাত্ররা ৷ ২১শে মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হিজলা উপজেলায় ২৬৬৯৫ ভোট পেয়ে ২৫৯৬ ভোটের ব্যাবধানে ঘোড়া মার্কার প্রতীক নিয়ে বিজয় অর্জন করেন আলতাব মাহমুদ দিপু ৷ নির্বাচিত হওয়ার পরের দিন ২২শে মে তার নেতা কর্মীদের নিয়ে সমগ্র হিজলায় জনগনের সাথে দেখা করেন তিনি ৷ মাওলানা সালাহউদ্দিন খান আলতাব মাহমুদ দিপুকে বলেন হিজলা উপজেলার সমস্ত ওলামায়ে কেরাম একত্র হয়ে আপনার জন্য ভোট চেয়ে বিজয় এনে দিয়েছে আপনি ওলামায়ে কেরামদের সাথে এবং জনগনের সাথে থাকবেন তাদের কখনও ভুলবেন না এই প্রত্যাশা করছি ৷ এ সময় পস্তিত ছিলেন আলতাব মাহমুদ দিপুর কর্মী সমর্থকবৃন্দ ৷










