মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন । মঙ্গলবার (২১ মে) রাতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৪৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে মোহাম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: কবিরুজ্জামান কবির শালিক প্রতিকে পেয়েছেন ৩৩ হাজার ৯৬২ ভোট। কবির মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সহ - সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদপুর উপজেলায় মোট ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ। তাদের মধ্যে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিকের প্রার্থী মো: ঈদুল শেখ ৪৮ হাজার ৩১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতিকের প্রার্থী মোঃ মাহবুবুর রহমান পেয়েছেন ১৭ হাজার ৪৮৬ ভোট। মহম্মদপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে হাস প্রতিকের প্রার্থী মোছা: শামীমা হাসান ৩৮ হাজার ৫৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের প্রার্থী স্বপ্না রানী বিশ্বাস ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন। বেসরকারি ভাবে ফলাফল ঘোষণার পর মহম্মদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, মহম্মদপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি আরো বলেন নির্বাচনের আগে তিনি সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন ধাপে ধাপে তা পূরণ করা হবে। মোহাম্মদপুর উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় রূপান্তর করতে যা যা প্রয়োজন তা করা হবে।