
পিরোজপুরের কাউখালীতে ২১ মে(মঙ্গলবার) ১ম বারের মতো ২ ধাপে ইভিএম পদ্ধতিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে, চেয়ারম্যান পদে আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ইয়াসমিন পপি নির্বাচিত হয়েছেন।
অদ্য সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ন পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। উপজেলার ৫টি ইউনিয়নে সর্বমোট ৩৩টি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু সাঈদ মিয়া মনু ঘোড়া মার্কা প্রতিক নিয়ে ১১২৮৪ ভোট, ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদ সুমন চশমা মার্কা প্রতিক নিয়ে ১০১০৭ ভোট, এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা ইয়াসমিন পপি হাঁস মার্কা নিয়ে ১৪৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য নিকটতম প্রতিদ্বন্দিদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন কাপ পিরিজ প্রতিক পেয়েছেন ৬২৯৪ ভোট,বিশ্বজিৎ পাল আনারস প্রতিক পেয়েছেন ৫৪২৯ ভোট,বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুস শহীদ মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১৯৮০ ভোট, মোঃ ফরিদুল ইসলাম খান দোয়াত কলম প্রতিক নিয়ে ১৬১৭ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিপুল বরন ঘোষ তালা প্রতিক পেয়েছেন ৬৫৪৭ ভোট,মোঃ শামীম হোসেন বাইসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৫৫৯২ ভোট,পার্থ প্রতীম সমদ্দার টিউবওয়েল প্রতিক পেয়েছেন ২১৯৩ ভোট,মোঃ মাছুম বিল্লাহ্ বই প্রতিক ২১৬৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সীমা আক্তার বাইসাইকেল প্রতিক ১১৮০২ ভোট পেয়েছেন। নির্বাচিত আবু সাঈদ মিয়া মনু ও মৃদুল আহমেদ সুমন, ২য় বারের ন্যায় পুনরায় নির্বাচিত হলেন, এছাড়াও ফাতেমা ইয়াসমিন পপি ইতিপূর্বে একবার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
ভোটাররা তাদের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে বলেন, প্রথমে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে হবে শুনে খুবই আতঙ্কে ছিলাম। সঠিকভাবে ভোট দিতে পারবো কিনা। কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার পর আমাদের ধারণা পাল্টে গেল। এ পদ্ধতিতে ভোট দিয়ে আমরা খুবই আনন্দিত এবং সেই সাথে বাংলাদেশ সরকারের ইভিএম নির্বাচন কার্যকরে প্রশংসাও করেন।










