
২১ মে ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) ১৪টি ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোটারের ভিড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র ছিল অনেকটা ফাঁকা ছিল। কিন্তু নারী ভোটার ছিল দেখারমত। সন্ধ্যা ৭ টায় বেসরকারি ফলাফলে উপজেলার ১৪ টি কেন্দ্রে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উবাচ মারমা, (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৭০৭৫ ভোট, তার নিকটত প্রতিদ্বন্ধি রিয়াজ উদ্দিন রানা, (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ২০১৮ভোট। উক্ত ভোটে উবাচ মারমা,(আনারস) প্রতীকে ৫০৪০ ভোটের ব্যাবধানে জয় লাভ করেন। এবং বিনা প্রতিদ্বন্দ্বীতাই ভাইস চ্যায়ারম্যান হোন হারাধন কর্মকার। সন্ধ্যার ৭ টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। উক্ত ভোটের শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং সর্মকর্তা সজীব রুদ্র জানান, প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিচ্ছেন। এবং সুষ্ঠ পরিবেশে রাজস্থলী উপজেলার নির্বাচন সমাপ্তি ঘটে।










